ক্বারী হারিসুল ইসলামের ইন্তেকালে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার শোক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের উল্লেখযোগ্য কোরআন প্রশিক্ষকদের অন্যতম, প্রখ্যাত ক্বারী মাওলানা হারিসুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীসহ নেতৃবৃন্দ।

আজ (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় এ শোক জানান।

নেতৃদ্বয় বলেন, তিনি ছিলেন সৎ, বিনয়ী ও প্রাজ্ঞ কোরআন প্রশিক্ষক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের পড়ার মানোন্নয়নে তাঁর খিদমত ছিল অতুলনীয়। বিখ্যাত এ কোরআন প্রশিক্ষকের ইন্তেকালে জাতির এক অপূরণীয় ক্ষতি হলো।

আজ তাঁর জানাজা শেষে এক ঘরোয়া বৈঠকে শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃদ্বয় বলেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে ‘সবরে জামীল’ ইখতিয়ার করার তাওফিক দান করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন। আমীন।