আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, একাধিকবার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও কাতারের প্রখ্যাত ইমাম ও খতিব শায়েখ মুহাম্মদ ইউসুফ সাহেবকে কাতার থেকে বাংলাদেশে আগমন করায় গত বুধবার (৭ সেপ্টেম্বর) হযরতকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী, সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী ও খিলক্ষেত মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ।
কেন্দ্রীয় সহ-সভাপতি শায়েখ মুহাম্মদ ইউসুফ সাহেবের এ সফরে তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন ইনশাআল্লাহ।
সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নেতৃবৃন্দ হযরতের মোবারক সফরকে স্বাগত জানিয়েছেন। আমরা হযরতের সুস্থতার সঙ্গে নিরাপদ সফর কামনা করছি।