২৮তম ইউরোপীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ক্রোয়েশিয়া ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই ও সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে।
গতকাল ০৮ আগস্ট ২০২২ রোজ সোমবার রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবাধনে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে ও সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলামের সভাপতিত্বে ২৮তম ইউরোপীয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ক্রোয়েশিয়া ২০২২ বাংলাদেশ জোনের চুড়ান্ত বাছাই প্রতিযোগিতা ও মাদরাসা মদিনাতুল উলুম মিলনায়তনে সমাপনী সম্মেলন সম্পন্ন হয়েছে। চুড়ান্ত প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে ক্রোয়েশিয়ার জন্য নির্বাচিত হয়েছে নেত্রকোনার হাফেজ মুতাসিম বিল্লাহ মুজাহিদ, বিকল্প হিসেবে (দ্বিতীয় স্থান) অধিকার করেছে সিলেট-এর হাফেজ আবু তালহা।
সমাপনী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ চুড়ান্ত বিজয়ীদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পতাকা তুলে দেন।
সারাদেশ থেকে আগত বিখ্যাত হাফেজদের এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম, জামিয়া ইকরার মহাপরিচালক শায়েখ আরিফ উদ্দিন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, এটিএন বাংলার প্রধান ক্বারী শায়েখ একেএম ফিরোজ, প্রাথমিক বাছাইয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল আওয়াল খান, লালবাগ জামিয়ার হিফজ বিভাগের উপপ্রধান হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিযোগিতা বিভাগের আন্যতম সদস্য হাফেজ মাওলানা ক্বারী সালমান রহমান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান ঢাকুবী।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক হাফেজ্জী, আন্তর্জাতিক ক্বারী মাওলানা লুৎফর রহমান, মাওলানা হাবিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, সহ-দপ্তর সম্পাদক হাফেজ উসামা হাফেজ্জী প্রমুখ