04 August 2022
গত ৪ঠা আগস্ট ২০২২ ঈসায়ী রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মাদরাসা মদিনাতুল উলুম লালবাগ পোস্তায় অনুষ্ঠিত হিজরী সন ও মুহররমের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
আরব আমিরাতের প্রখ্যাত ইমাম ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়েখ ক্বারী আজহারুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সহ-সভাপতি হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী, মাওলানা যোবায়ের আহমদ কাসেমী, হাফেজ নাজিম উদ্দিন। মাহফিলে তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী শায়েখ একেএম ফিরোজ, মাওলানা ক্বারী লুৎফর রহমান, মাওলানা ক্বারী আমজাদ হোসাইন, মাওলানা ক্বারী মাসউদুর রহমান, মাওলানা ক্বারী হাবিব আহমদ, ক্বারী নাসির উদ্দিন ফুয়াদ। সংগীত পরিবেশন করেন মাওলানা মুনির আহমদ, হাফেজ হামজা হাফেজ্জী।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবীর আহ্বানে ও অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহমান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, মাওলানা শাহ আলম প্রমুখ।