কোরবানীর আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের ন্যায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের গোশত বিতরণ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে হাসি ফোটানোর লক্ষ্যে কোরবানির গোশত ও ঈদ সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও কেন্দ্রীয় মহাসচিব ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে ঢাকাসহ তিন জেলায় সাধারণদের দেড় কেজি এবং আলেমদের তিন কেজি করে প্রায় কয়েক শতাধিক পরিবারকে এ কোরবানির গোশত বিতরণ করা হয়।
এ সময় নেতৃদ্বয় বলেন দেশের বড় একটা অংশ মানুষের ঘরে হাসি ফুটবে না অথচ আমরা ঈদ আনন্দে মেতে থাকবো এটা হতে পারে না সেই চিন্তা থেকেই প্রতিবারের ন্যায় এবারও দেশব্যাপী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছি। তারা আরো বলেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ দেশের সর্বস্তরের মানুষের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
স্থায়ী কার্যালয়ে লালবাগ এলাকায় গোশত ও ঈদ সামগ্রী বন্টনের পর অসচ্ছল পরিবার ও আলেম ওলামাদের বাসায় এ হাদিয়া পৌছিনো হয়।
এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও মহাসচিব এর সাথে আরো অংশগ্রহণ করেন সহ-সভাপতি শায়েখ মাহমুদুল হক হাফেজ্জী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, ও ইকো ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ বিন শফিক, জনাব মোঃ শাহ আলম তাহের প্রমুখ।
এছাড়াও এ কাজটি বাস্তবায়নে সংগঠনের নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি শায়েখ আজহারুল ইসলাম ও জনাব শাহরিয়ার মাহমুদ কার্যকরী ভূমিকা পালন করেন।