পথশিশুদের স্বপ্নের পাঠশালা ও খাদ্য বিতরণ অব্যাহত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১

10 September 2021
রাজধানীর ভাসমান শিশুদের বড় হওয়ার স্বপ্ন দেখাচ্ছে কোরআন প্রেমীদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী সংগঠন ইকো ছাত্র পরিষদ। কওমী মাদরাসায় পড়ুয়া ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাজের সুবিধা বঞ্চিত ভাসমান শিশুদের অক্ষরজ্ঞান দান করাচ্ছেন এটি ইকোর অন্যতম একটি উদ্দেশ্য। হতদরিদ্র শিশুদের পড়াশুনা করিয়ে ভবিষ্যতে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করবেন একটি স্বপ্নও বটে। আর তাই নিজেদের পকেটের টাকা খরচ করে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইকো ছাত্র পরিষদ। ঢাকা গুলিস্তানের কাজী বশির হল এলাকায় সপ্তাহে একদিন স্বপ্নের পাঠশালা ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস শেষে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। প্রতি সপ্তাহে একদিন দুই ঘণ্টা করে চলে এ পাঠশালাটির ক্লাস। ১০ সেপ্টেম্বর ইকো ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে সাত দফার অংশ হিসেবে এ কর্মসূচিকে আরো বেগবান করা হয়েছে ১৫ আগষ্ট ২০২১ উদ্বোধন হওয়া এ কর্মসূচি প্রতি সপ্তাহে একদিন ইকো ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সিদ্দিকীর নেতৃত্বে সেক্রেটারী জেনারেল আরিফ মাহমুদীর পরিচালনায় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংগঠনটি, হাতের সক্রিয়ভাবে নিয়মিত কর্মসূচিটি বাস্তবায়ন করতে ইকো ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সাআদ আরাফাত, অর্থ সম্পাদক উসামা হাফেজ্জী, প্রচার সম্পাদক আহমদ শফী আশরাফী, দাওয়াত সম্পাদক ইউসুফ বিন শফিকসহ অন্যান্য সদস্যবৃন্দ নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।