ঢাকার বিভিন্ন অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট, জীবাণু নাশক স্প্রে, মাক্স বিতরণ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা।
করোনা ভাইরাস এর সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থানরত কর্মহীন গৃহবন্দী খেটে খাওয়া মধ্যবিত্ত, দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে ১০০০ পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ইকো। লালবাগ, কামরাঙ্গিরচর, হাজারিবাগ, ওয়ারী, মুগদা, সায়দাবাদ ও টিকাটুলী এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
মধ্যবিত্ত পরিবারের অনেকেই কষ্টে থাকা সত্যেও মানুষের সামনে ত্রাণ গ্রহণ করতে সংকোচবোধ করেন। এ জন্যই মূলত রাতে ত্রাণ বিতরণ করা। এ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।