৯ জানুয়ারি ফেনী জেলায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২০’ অনুষ্ঠিত হয়।সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের অনেক প্রথিতযশা ক্বারী সাহেবগণ। তেলাওয়াত ও সুরের মূর্ছনায় কোরআন প্রেমিদের মুগ্ধ করেছেন মিশরের কৃতি সন্তান বর্তমান বিশ্বের সর্বোচ্চ শ্বাসের অধিকারী শায়েখ মনসুর জুমা মনসুর, ইরানের কৃতি সন্তান বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শায়েখ সাঈদ তুসী, মিশর জাতীয় সংসদের প্রধান ক্বারী শায়েখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজি, বাংলাদেশের কৃতি সন্তান বিশ্বনন্দিত ক্বারী শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, মালয়েশিয়ার কৃতি সন্তান বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শায়েখ কামারুজ্জামান দাউদ, ক্বারী সাইদুল ইসলাম আসাদ প্রমুখ।